প্রধান শিক্ষকের বানী,
শিক্ষাই শক্তি শিক্ষাই আলো । শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড । দেশ ও জাতির কৃষ্টি সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে যুগ যুগ ধরে স্বীকৃত এক সামাজিক প্রতিষ্ঠান হল শিক্ষা প্রতিষ্ঠান। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন কার্যক্রম আধুনিকায়ন ও যুগ উপযোগী করার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পের অংশ হিসেবে বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট সূচনা করি।আমরা একটি আন্তর্জাতিক মানের স্মার্ট ওয়েবসাইট চালু করি। যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান সারা বিশ্ব ছড়িয়ে পড়বে। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক ঘরে বসেই ভর্তির ফরম, হাজিরা, নোটিশ, ক্লাস রুটিন, সিলেবাস, পরীক্ষার প্রোগ্রাম ও ফলাফল সহ অন্যান্য তথ্য জানতে পারবে। বর্তমান বিশ্ব জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির কারণে অনেক এগিয়ে এগিয়ে গিয়েছে। কিন্তু আমরাও পিছিয়ে নেই। বর্তমান সরকারের ভিশন ২০৪১ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী। আমরাও চাই আমাদের প্রিয় প্রতিষ্ঠান বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়কে শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে। এই ওয়েবসাইট খোলার মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক মান উন্নয়ন হবে এবং যুগোপযোগী সকল তথ্য নিশ্চিতকরণে একটি নতুন মাত্রা যোগ হবে এটাই প্রত্যাশা করি।
বিদ্যালয়ের ইতিহাস
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলাধীন বরকইট ইউনিয়নের প্রাণকেন্দ্রের মনোরম পরিবেশে বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়, গ্রাম: বরকইট, ডাকঘর: বরকইট উপজেলা: চান্দিনা, জেলা: কুমিল্লা। গত ২৬-১০-১৯৯৩ ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে, পর্যায়ক্রমে পাঠদানের অনুমতি সাময়িক স্বীকৃতি গ্রহণ করে বিদ্যালয়টি ১-৭-১৯৯৫ ইং সনে এমপি ভুক্ত হয়। প্রথমে নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান ও মানবিক শাখা চালু হওয়ার পর পর্যায়ক্রমে ব্যবসা শিক্ষা শাখা ও কম্পিউটার, কৃষি শিক্ষা, ও হিন্দুধর্ম বিষয় খোলার অনুমতি গ্রহণ করে। ১৯৯৫ ইং সন থেকে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত হয়। ১৯৯৭ জন থেকে এসএসসি পরীক্ষা এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ ইং থেকে জে এস সি পরীক্ষা অংশগ্রহণ করে এ পর্যন্ত সন্তোষজনক ফলাফল অর্জনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বর্তমান বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক ও ১ জন তৃতীয় শ্রেণীর কর্মচারী ও ৫ চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন।